মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ০৪নং কানিহারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়মা,ও এলংজানি গ্রামের সর্বসাধারণ মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়মা,ও এলংজানি গ্রামের স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ত্রিশালবাসীর প্রিয় মুখ ও জননেতা ডাঃ মাহবুবুর রহমান লিটন।
সভায় উপস্থিত সাধারণ মানুষ তাদের নানা সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। বিশেষ করে এলাকার রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বেকারত্ব সমস্যার সমাধান বিষয়ে আলোচনায় উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন,
“ত্রিশালের প্রতিটি ইউনিয়ন ও গ্রাম আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব। দেশের চলমান সংকট, মানুষের ভোগান্তি ও গণতন্ত্রের সংকট নিরসনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় লড়াই করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আজ বড়মা,এলংজানি গ্রামের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই সভায় যোগ দিয়েছেন, তাতে স্পষ্ট বোঝা যায় জনগণ পরিবর্তন চায়। আমরা সবাই একসাথে কাজ করলে অবশ্যই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের কর্মীরা প্রমুখ। বক্তারা তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বড়মা,এলংজানি গ্রামের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, যুবক-তরুণসহ নানা বয়সী মানুষের ভিড়ে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। সভা শেষে গ্রামীণ জনগণ ডাঃ মাহবুবুর রহমান লিটনের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply