মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর’২০২৫ইং দুপুরে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির ০৪ টি টেকনোলজি থেকে মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অ্যাসেট প্রকল্পের আওতায় আয়োজিত উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মোঃ রেজাউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী, সিনিয়র সহকারি সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা, বেলায়েত হোসেন, আঞ্চলিক পরিদর্শক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর এবং মোঃ মেহেদী হাসান, গ্রাফিক ডিজাইনার, অ্যাসেট প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌশলী মোঃ রেজাউল হক বলেন- আঠারো কোটি মানুষ আমাদেরকে বেতন দেয়। তাই আমাদের উপর যে দায়িত্ব আমরা সঠিক ভাবে তা পালন করবো। কারিগরি শিক্ষার উপর সাধারণ মানুষের যে ভুল ধারণা, সেটা কাজের মাধ্যমে ভুল ভাঙাতে হবে। প্রতিটি শিক্ষার্থীর বাড়ি মাসে এক বার হলেও শিক্ষককে যাইতে হবে। এতে শিক্ষার্থী এবং অভিভাবকরা কারিগরি শিক্ষার দিকে অগ্রসর হবেন।
কারিগরি শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি দেশব্যাপী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কুড়িগ্রাম কারিগরি শিক্ষাঙ্গণের সর্ববৃহৎ এ প্রতিযোগিতা আয়োজন করে। সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় কুড়িগ্রামের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কলকারখানা ও সুশীলসমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply