মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হলো “তারুণ্যের শান্তি ও সম্প্রীতি ভাবনা” শীর্ষক আলোচনা সভা। শনিবার দুপুরে সরকারি নজরুল কলেজ মিলনায়তনে পিস ফর গ্লোবালিটি (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যান্ড অ্যাডভোকেসি গ্রুপ (ওয়াইপিএজি) ত্রিশাল শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজি ত্রিশাল শাখার সমন্বয়ক মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক খরিরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের মাঠ সমন্বয়কারী আখতারুজ্জামান।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অপরিসীম। সহিংসতা, বিভেদ ও বৈষম্য রোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
অধ্যাপক খরিরুজ্জামান তার বক্তব্যে বলেন, “শান্তি ও সম্প্রীতি কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার অপরিহার্য শর্ত। তরুণরা যদি এ কাজে নেতৃত্ব না দেয়, তবে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।”
দি হাঙ্গার প্রজেক্টের মাঠ সমন্বয়কারী আখতারুজ্জামান বলেন, “তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলে সহিংসতামুক্ত সমাজ গড়া সম্ভব।”
এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি প্রকৌশলী জিহাদ চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির হাসান রিমন এবং কবি আরিফুল ইসলাম। বক্তারা মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা শেষে তরুণ প্রজন্মকে সম্প্রীতি, শান্তি ও মানবিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভাপতি মোশারফ হোসেন সমাপনী বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, তরুণদের ইতিবাচক চিন্তা ও কার্যক্রমই বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে রূপান্তরিত করবে।”
Leave a Reply