আব্দুল হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল তালুকপাড়া গ্রামে গৃহহীন দিনমজুর জয়েন উদ্দিনকে ঘর করে দিলেন টাঙ্গাইল -১( মধুপুর- ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অব.লে. কর্ণেল আজাদ। উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল তালুকপাড়া গ্রামে গৃহহীন দিনমজুর জয়েন উদ্দিন পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন পলিথিনে মোড়ানো ছোট্ট কুঁড়ে ঘরে। বৃষ্টি-ঝড় আর কষ্টের জীবন যেন তাঁর প্রতিদিনের সঙ্গী।”
চরম অভাব-অনটনের মধ্যে দিন পার করছেন তিনি। চার সন্তানের মধ্যে দুইজন এবং স্ত্রী রাশিদাকে সঙ্গে নিয়ে অমানবিক জীবনযাপন করছেন এই দিনমজুর।”
জয়েন উদ্দিন বলেন, মাথার উপর একটা ঠিকমতো ঘর নাই… বৃষ্টির রাতে ছেলে মেয়ে নিয়ে ভিজে থাকতে হয়। কষ্ট ছাড়া কিছুই ছিল না আমাদের জীবনে। কর্ণেল আজাদ ভাই আমাদের ঘর করে দেয়ায় আমরা এখন পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারব।ঘর পাওয়ায় আমরা খুবই আনন্দিত।
টাঙ্গাইল – ১( মধুপুর – ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ জানান, দিনমুজুর জয়েন উদ্দিন এর থাকার মত কোন ঘর নাই। এ সংবাদটি প্রথম জানান, চাপড়ী এলাকার আমার সহকর্মী সুরুজ আলী। সংবাদের ভিত্তিতে আমার সহকর্মীদেরকে জয়েন উদ্দিন এর বাড়ীতে পাঠাই খোজ নিতে, তারা গিয়ে সত্যতা পায়। তার থাকার কষ্টের কথা চিন্তা করে দ্রুত আমার সহকর্মীদের ঘরের ব্যবস্হ করে দেওয়ার জন্য বলি। শনিবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে তারা ঘরের টিন, খুটি,কাঠ সহ ঘর তৈরীর সকল মালামাল ক্রয় করে জয়েন উদ্দিন এর বাড়ীতে যায়। মেইন সড়ক হতে তার বাড়ী একটু দুরে থাকায়
সড়ক হতে আমার সহকর্মীরা নিজেরাই ঘরের সকল মালামাল বহন করে জয়েন উদ্দিন এর বাড়ীতে নিয়ে যায়। এবং আমার সহকর্মীরাই ঘরের কাজ করে দিচ্ছেন বলেও জানান। এসময় তিনি জানান আমি অসহায় মানুষের পাশে থেকে অসহায় মানুষের চিকিৎসা সহ তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুম্ম সম্পাদক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ এর বড় ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply