খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জননিরাপত্তা ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে।
জারি করা আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হলো এবং এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আদেশে আরও উল্লেখ করা হয়, ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, জেলা তথ্য অফিসের পক্ষ থেকে মাইকযোগে এ আদেশ সর্বত্র প্রচারের জন্য বলা হয়েছে।
Leave a Reply