লাকসাম প্রতিনিধি:
২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে লাকসামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফসী বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলায় মোট ১,৩০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বীজ, এবং ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও অন্যান্য উপসহকারী কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষকদের উদ্দেশে বীজ শুকানো, বীজ শোধন, ভারসাম্যপূর্ণ সার প্রয়োগ,’খামারী’ অ্যাপস ব্যবহারের পদ্ধতি, জৈব সার ও ডলোচুন ব্যবহারের উপকারিতা বিস্তারিত তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন,
সরকার থেকে প্রদত্ত বীজ ও সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
Leave a Reply