মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৬ নং ঘুড়িদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম মথরপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত নির্বাচনী উঠান বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে সেখানে উপস্থিত হন।
উঠান বৈঠকে গ্রামের বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। যা বৈঠকের পরিবেশকে আরও প্রাণবন্ত করেছে। অংশগ্রহণকারীদের অভিব্যক্তিতে আগ্রহ, প্রত্যাশা ও নির্বাচনী উৎসবের আবহ ফুটে ওঠে।
স্থানীয় উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি-
বৈঠকে বিএনপি প্রার্থী বলেন—
“সাঘাটা ও ফুলছড়ির মানুষ দীর্ঘদিন ধরে নানান অবহেলা ও অবকাঠামোগত সংকটে ভুগছেন। এই অঞ্চলের পরিবর্তনের জন্য প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন উদ্যোগ। যদি জনগণ আমাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে, তবে নদীভাঙন থেকে শুরু করে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা—সবখাতেই আমূল্য পরিবর্তন আনা হবে।”
তিনি আরও যে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন—
★চরাঞ্চল ও নদীভাঙন এলাকায় জরুরি বাঁধ নির্মাণ,
★কৃষকদের জন্য সহজ শর্তে ★কৃষিঋণ প্রাপ্তি,
★গ্রামীণ সড়ক উন্নয়ন ও নতুন সেতু নির্মাণ,
★অসহায় মানুষের জন্য সামাজিক সেবা কর্মসূচি বিস্তৃত করা,
★সীমিত স্বাস্থ্যসেবা বাড়াতে কমিউনিটি ক্লিনিক পুনর্গঠন,
★তরুণদের কর্মসংস্থানে স্কিল ডেভেলপমেন্ট উদ্যোগ।
গ্রামবাসীর প্রতিক্রিয়া,
উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষ জানান, তারা বরাবরই অবহেলা, রাস্তাঘাটের বেহাল দশা, বন্যা ও নদীভাঙনসহ নানা সমস্যার মুখোমুখি হন। তারা আশা প্রকাশ করেন, প্রার্থী নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে।
একাধিক বক্তা বৈঠকে দাঁড়িয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বৈঠকের চেয়ারে বসে থাকা প্রবীণ ও স্থানীয় মানুষজন মনোযোগ দিয়ে বক্তব্য শুনছেন এবং মাইক হাতে দাঁড়িয়ে থাকা বক্তার কথায় সম্মতি জানাচ্ছেন।
প্রচারণায় গতি আনছে বিএনপি
দিনব্যাপী লিফলেট বিতরণ, ঘরোয়া বৈঠক, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি পরিচালনা করেন বিএনপি প্রার্থী। প্রচারণায় দলের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে বেশ উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
বৈঠকের শেষে আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার বলেন—
“এই অঞ্চলের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। জনগণ আমাকে সমর্থন দিলে সাঘাটা–ফুলছড়িকে একটি উন্নত, আধুনিক ও নিরাপদ এলাকায় গড়ে তোলা হবে।”
আগামী নির্বাচনে এই আসনকে ঘিরে উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply