হাকিকুল ইসলাম খোকন,
বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. নাজলী কিবরিয়াকে যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ার (বিভাগীয় প্রধান) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে একই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।খবর আইবিএননিউজ ।
ড. নাজলী কিবরিয়া বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও কূটনীতিক শাহ এ এম এস কিবরিয়ার সুযোগ্য কন্যা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার ছোট বোন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালাল সাপ আদর্শগ্রাম–গোপলারবাজার তাঁদের গ্রামের বাড়ি।
বিশ্বসেরা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা
বস্টন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে ড. নাজলী কিবরিয়া বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়,
টাফটস বিশ্ববিদ্যালয়,ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (USC)
—এ অধ্যাপনা করেন। সমাজতত্ত্ব, পরিবার গবেষণা, নারী–পুরুষ সম্পর্ক ও অভিবাসন সমাজতত্ত্বে তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে বহুবার স্বীকৃতি পেয়েছে।
একাধিক ফেলোশিপ ও পুরস্কার
সমাজবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ড. নাজলী কিবরিয়া আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর একাধিক ফেলোশিপ, অনুদান ও একাডেমিক পুরস্কার অর্জন করেছেন।পিএইচডি ডিগ্রি
তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে সমাজতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বিশেষায়িত গবেষণার ক্ষেত্র—
পরিবারের সমাজতত্ত্ব, জাতিগত পরিচয়, অভিবাসন এবং সামাজিক বৈষম্য।
শিক্ষা–গবেষণায় আরেকটি বাংলাদেশি সাফল্য ড. নাজলী কিবরিয়ার এই অর্জন বাংলাদেশের শিক্ষা–গবেষণা অঙ্গনে নতুন সম্মান যোগ করেছে বলে মনে করছেন দেশ–বিদেশের গবেষকরা। বিশেষ করে তিনি একটি শীর্ষ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বিভাগীয় প্রধান হওয়ায় অভিবাসী বাংলাদেশি একাডেমিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
Leave a Reply