নিউজ ডেস্ক
ভূমিকম্পে প্রাণহানি হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না। সেই সাথে তিনি মুক্তিজোটের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে বলেছেন।
২১ নভেম্বর মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।
আবু লায়েস মুন্না বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে আরও বলেন বিপদের সময় সৃষ্টি কর্তা তাদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা দান করুন। পাশাপাশি এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য মুক্তিজোটের সকল নেতা কর্মীদের আহ্বান করেছেন। সেই সাথে সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোরও আহবান জানান তিনি।
তিনি আরও বলেন বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পের ক্ষয়ক্ষতিও দেশের মানুষ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply