আবু সাঈদ চৌধুরী :
জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকালে রাজধানীর রুপনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সাথে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র কো- চেয়ারম্যান বিশিষ্ট কবি মুশতারী বেগমের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নূর-উন-নাহার মেরী। উক্ত প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক বিশিষ্ট শ্রমিক নেত্রী লাভলী ইয়াসমিন, এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ, পরিচালক (সমাজকল্যান) ইলা বিশ্বাস, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রোকশানা বেগম, যুগ্ন-সম্পাদক হালিমা ইয়াসমিন চামেলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য শিউলি বেগম ও ইয়াসমিন বেগম প্রমূখ। উক্ত সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনার বিষয় ছিলো-জাগো নারী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বহ্নিশিখা-২০২৫ স্মরণিকা বিতরন, বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে প্রস্তুতি গ্রহণ, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, পারিবারিক আইন সালিশি সভা ও বিবিধ প্রভৃতি। সভায় উপস্থিত সকল নেতাকর্মীদের সম্মতি ক্রমে আগামী ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে সংগঠনের রুপনগরস্থ কার্যলিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Leave a Reply