এম রাসেল সরকার-ঢাকা:
মতিঝিল এজিবি কলোনী কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল, ২৩ নভেম্বর ২০২৫, রবিবার এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এজিবি কলোনী কাঁচাবাজারে আয়োজিত এই মাহফিলে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী জনাব মির্জা আব্বাস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ হারুন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী (রহ.)-এর সুযোগ্য সাহেজাদা মুফতি সাইয়িদ ফয়সাল নাদীম শাহ হাফিজাহুল্লাহ (পাকিস্তান)।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মুফতী যোবায়ের আহমাদ হাফিজাহুল্লাহ, যিনি মতিঝিল থানা উলামা ও ইমমা পরিষদের সভাপতি এবং মতিঝিল সরকারি কলোনি জামে মসজিদের খতিব।
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী হাফিজাহুল্লাহ (খতিব সেগুনবাগিচা মসজিদ নূর ঢাকা ও সভাপতি পল্টন থানা ইমাম খতিব পরিষদ), মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমী এবং বিশিষ্ট ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী।
অনুষ্ঠানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, “বন্দরসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ জাতীয় স্বার্থের প্রতি আঘাত। দেশের মানুষের কল্যাণে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো কাজ দেশে হবে না।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার ক্ষুদ্র মালিক সমিতির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
ওয়াজ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দুআ ও মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।
Leave a Reply