এম রাসেল সরকার, ঢাকা:
রাজধানীতে সফলভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী বাংলাদেশ পাকিস্তান ওয়েডিং এক্সিবিশন ২০২৫।
আয়োজনে অংশ নেয় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের জনপ্রিয় ব্র্যান্ডগুলো, যারা তাদের নতুন সংগ্রহ (কালেকশন) ও ফিউশন ওয়েডিং ট্রেন্ড দর্শকদের সামনে উপস্থাপন করে।
মেলার শেষ দিনের ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে (Fashion Show & Cultural Event) শীর্ষ মডেলদের গ্ল্যামারাস লুক ও সাজসজ্জার সম্পূর্ণ দায়িত্ব পালন করে আরডিএইচ মেকওভার অ্যান্ড স্কিন কেয়ার স্যালুন (RDH Makeover & Skin Care Salon)।
মডেলদের ত্বক প্রস্তুতি থেকে হেয়ারস্টাইল, মেকআপ, র্যাম্প-ফিনিশিং টাচ-সবকিছু পরিচালনা করেন আরডিএইচ-এর পেশাদার দল। ইভেন্টে উইমেন্স স্কিন কেয়ার ও মেকওভার ক্যাটাগরিতে অসামান্য পারফরম্যান্সের জন্য আরডিএইচ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO) উম্মে হাবীবা বর্ষাকে সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের মতে, তার নেতৃত্বে আরডিএইচ শুধু এক্সিবিশনেই নয়, দেশীয় বিউটি ইন্ডাস্ট্রিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Leave a Reply