1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
আমতলীতে পুলিশের ধাওয়ায় ডাকাত দলের পালিয়ে যাওয়ার চেষ্টা, দুই ডাকাত আটক - Crime Report 24
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় গাজীপুর-১ সমৃদ্ধ সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে পুলিশের ধাওয়ায় ডাকাত দলের পালিয়ে যাওয়ার চেষ্টা, দুই ডাকাত আটক লাকসামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ উদ্বোধন ময়মনসিংহে আন্তঃজেলা এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয় ময়মনসিংহে আন্তঃজেলা এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার যথাযোগ্য মর্যাদার সাথে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত বিশ্ব লায়ন্স সার্ভিস মাস উপলক্ষে জেলা ৩১৫ বি১-এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত এজিবি কলোনী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; প্রধান অতিথি মির্জা আব্বাস ফ্যাশন শোতে মেকওভার পার্টনার আরডিএইচ-অ্যাওয়ার্ড পেলেন প্রতিষ্ঠাতা উম্মে হাবীবা বর্ষা

আমতলীতে পুলিশের ধাওয়ায় ডাকাত দলের পালিয়ে যাওয়ার চেষ্টা, দুই ডাকাত আটক

  • প্রকাশকাল: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মাইনুল ইসলাম রাজু  আমতলী (বরগুনা) প্রতিনিধি।

পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জুু গাজীর মেশিনারি দোকানে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে পুলিশের ধাওয়া খেয়ে ডাকাত দল লোকালয়ে প্রবেশ করে। ওই ডাকাত দলের সদস্য আমিরুল ইসলামকে (৪০) উপজেলার হাজার টাকার বাঁধ এলাকা থেকে স্থাণীয় জনতা আটক করে গণধোলাই দেয়।

সোমবার সকাল ১০ টার দিকে ওই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ডাকাত দলের আরেক সদস্যকে পাশর্^বর্তী কলাপাড়া উপজেলার মহিপুর থানার পুলিশ আটক করেছে। তার নাম এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে পটুয়াখালী- আমতলী কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে আমতলীর ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের পাশে মঞ্জুু গাজীর মালিকানাধীন মেশিনারি দোকানে একটি পিকআপ ভ্যান গাড়িতে ৭-৮ সদস্যের একটি ডাকাত দল ডাকাতি সংঘঠিত করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশের টহল দল তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল কলাপাড়া উপজেলার মহিপুর থানার দিকে যায়। ওই থানার পুলিশ একজন ডাকাতকে আটক করে। পরে ডাকাত দল পুনঃরায় আমতলীর দিকে ফিরে আসলে পুলিশ তাদের আবারো ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে তারা হাইওয়ের রাস্তা ছেড়ে গাড়ি নিয়ে লোকালয়ের একটি রাস্তায় প্রবেশ করে। ডাকাত দল কিছুদুর গিয়ে কুকুয়া ইউনিয়নের হাজার টাকার বাঁধ এলাকায় তাদের ব্যবহৃত গাড়ীটি রেখে পালিয়ে যায়।

ওই সময় স্থানীয় জনতা আমিরুল ইসলাম নামের একজন ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। আটককৃত ডাকাত আমিরুলের বাড়ী পাবনা জেলার চাটমোহর উপজেলার রাধানগর এলাকায়। তার বাবার নাম ফোরকান শেখ। পুলিশ ডাকাতদের ব্যবহৃত পিকআপ ভ্যান গাড়ীটি জব্দ করেছে। অপর ডাকাতদের আটক করতে পুলিশ হাজার টাকার বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করছে।

স্থানীয়রা জানান, পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল তাদেও ব্যবহৃত গাড়ীটি রেখে পালিয়ে যাচ্ছিল। আমরা ধাওয়া করে ডাকাত আমিরুল ইসলামকে আটক করেছি। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আমতলী ও মহিপুর থানায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ডাকাতদের আটক করতে মাঠে অভিযান অব্যাহত আছে। তিনি আরো বলেন, ঘটখালী বিএম অটো গ্যাস পাম্পের কাছে একটি দোকানে ডাকাতি করার সময় টহল পুলিশ খবর পেয়ে তাদের ধাওয়া করে। তারা মহিপুর থানার দিকে চলে যায়। ওই থানার পুলিশ এক ডাকাতকে আটক করেছে। মহিপুর থানা পুলিশের ধাওয়া খেয়ে পুনঃরায় ডাকাতদল আমতলীর দিকে ফিরে আসলে পুলিশের ধাওয়ায় তারা লোকালয়ে প্রবেশ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ