আবু সাঈদ চৌধুরী গাজীপুর :
গাজীপুর-৬ সংসদীয় আসনের ভবিষ্যত কি?
হাইকোর্টের রায়ে গাজীপুর-৬ আসন বিলুপ্ত করে বাগেরহাট আসন পুনর্বহালের রায়ে ক্ষোভ দুঃখ কষ্ট হতাশায় গাজীপুর-৬ এর (টঙ্গী গাছা পূবাইল থানার আংশিকে) ভোটার নেতাকর্মী ও সম্ভ্যাব্য প্রার্থীরা। গাজীপুর-৬ এ প্রায় শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। নেতাকর্মী প্রার্থীসহ সবাই হতাশ। কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েছেন সবাই। তবে হাইকোর্টে আপিল করার সুযোগ রয়েছে গাজীপুর-৬ আসন ফিরে পেতে। তা অবশ্য নির্ভর করছে শুনানিতে আইনজীবীদের শক্ত তদবিরের উপর।
যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন গাজীপুর-৬ সংসদীয় আসন নিয়ে হাইকোর্টের রায় স্পষ্ট সংবিধান বিরোধী! সংসদীয় আসনের সিদ্ধান্ত প্রশ্নে স্বাতন্ত্র্য প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কোন আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। গাজীপুর-৬ সংসদীয় আসন বাতিলের খবরে পুরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে হতাশার এক রাজ্যে। সোমবার ১০ নভেম্বর হাইকোর্টের রায়ের পর গাজীপুর-৬ সংসদীয় আসন বাতিল ঘোষণার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে তাৎক্ষণিক টঙ্গীতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন স্হানীয় বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি।
নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাট জেলার ৪টি সাংসদীয় আসন থেকে কমিয়ে ৩টি সংসদীয় আসন করে গেজেট প্রকাশ করে। অপরদিকে গাজীপুর জেলার ৫টি আসনের ২ নং আসনকে ভাগ করে গাজীপুর-৬ এর গেজেট করে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বাগেরহাটবাসী। হরতাল অবরোধ লকডাউন পর্যন্ত করে তারা। এতে কোন কিছুতে কিছু না হওয়ায় অবশেষে হারানো আসন ফিরে পেতে হাইকোর্টে রিট করে বাগেরহাটবাসী। দীর্ঘ শুনানির পর ১০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য রাখে আদালত। হাইকোর্টের রায়ে গাজীপুর-৬ আসনের গেজেট বাতিল করে বাগেরহাট আসন পুনর্বহালের রায় ঘোষণা করে।
এমন পরিস্থিতিতে গাজীপুরের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাইকোর্টের শুনানিতে গাজীপুর-৬ আসন বহালে প্রার্থীদের সম্বলিত আইনজীবী নিয়োগের ব্যর্থতার অভাবে আসনটি হাত ছাড়া হয়েছে। সরকার ও নির্বাচন কমিশন যদিও আদালতে লড়েছেন বাগেরহাটবাসীর বিপক্ষে। বিএনপির ৮ প্রার্থীর মধ্যে মাত্র একজন সম্ভাব্য প্রার্থী এক ব্যারিষ্টার আইনজীবী দিয়ে গাজীপুরের পক্ষে শুনানিতে অংশ নেন।
এদিকে গাজীপুর-৬ আসন ঘোষণার পর বিএনপি ছাড়াও জামায়াত, চরমোনাই পীরের শাসনতন্ত্র আন্দোলনের দল প্রার্থীতা ঘোষণা দেয় গাজীপুর-৬ নয়া সংসদীয় আসনে। হাইকোর্টের শুনানিতে যদি আইনজীবীদের শক্ত তদবির থাকতো হয়তোবা গাজীপুর-৬ আসনটি বহাল রাখা যেতো বলছেন আইন বিশেষজ্ঞরা। কেননা ভোটারের সংখ্যানুপতিক হারে দ্বিগুনের বেশি গাজীপুর-৬ আসনে ভোটার রয়েছেন। অপরদিকে সংখ্যানুপাতি হারে বাগেরহাট আসনে অর্ধেকেরও কম ভোটার।
এদিকে গাজীপুর-৬ নয়া আসন ঘোষণা দেওয়ার পর পর বিএনপি থেকে হাসান উদ্দিন সরকার, সালাহউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বসির উদ্দিন, আরিফ হোসেন হাওলাদার, সরকার জাবেদ আহমেদ সুমন, গাজী সালাহউদ্দিন ও জসিমউদদীন বাটসহ ৮ জন সম্ভাব্য প্রার্থী হিসাবে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের ডাক পান। এরপর থেকে আলাদাভাবে বিএনপির এসব প্রার্থীরা দলের নিজ অনুসারীদের নিয়ে গণসংযোগ ছাড়াও বিশাল বিশাল শোডাউন করতে থাকেন।
এদিকে সারাদেশব্যপী যখন বিএনপির প্রার্থীতা ঘোষণা করা হয় তখন গাজীপুর-৬ আসনের প্রার্থীতা ঘোষণা স্থগিত রাখা হয়। ওইদিকে গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসাবে সাবেক মন্ত্রী প্রফেসর মরহুম এম এ মান্নানের পুত্র এম মঞ্জুরুল করিম রনিকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে দিয়ে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে গাজীপুর-২ আসনে বিএনপি জামায়াত চরমোনাই পীরের ইসলামি শাসনতন্ত্র আন্দোলন থেকে প্রার্থীতা ঘোষণা হয়ে যাওয়ায় সদ্য সাবেক হওয়া গাজীপুর-৬ আসনের সম্ভাব্য প্রার্থীরা পড়েছেন মহাবিপদে। ইচ্ছে তাকা সত্বেও তারা আর গাজীপুর-২ সংসদীয় আসনে প্রার্থী হতে পারছেন না, কেননা গাজীপুর-২ আসনে ইতিমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে!
ফরেন পলিসি সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মাহদী আমিন
শীর্ষ নেতৃত্ব থেকে সব দলের গাজীপুর-২ এ প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় প্রার্থী রদবদল না হলে কেউ আর এখন গাজীপুর-২ আসনে ফিরে যেতে পারছেন না। সদ্য সাবেক গাজীপুর-৬ আসনের সম্ভাব্য প্রার্থীরা এখন কি করবেন? এমন প্রশ্নের আলোচনার সূত্র ধরে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে, তারা জনকণ্ঠকে বলেন, গাজীপুর-৬ আসন ফিরে পেতে হাইকোর্টে আপিলের পাশাপাশি রাজপথের একত্রিত আন্দোলন গড়ে তুলবেন। আবার এ আসনের সম্ভ্যাব্য অনেক প্রার্থী বলছেন, যেহেতু গাজীপুর-৬ ফিরে পেতে হাইকোর্টে আপিল কারার সুযোগ রয়েছে তাই তারা আশাবাদী গাজীপুর-৬ আসনটি ফিরে পাবেনই পাবেন! গাজীপুরের সর্বত্র এখন একটিই আলোচনা টঙ্গী গাছা পূবাইল থানার আংশিক নিয়ে গঠিত গাজীপুর-৬ নয়া সংসদীয় আসনের ভবিষ্যত কি?
Leave a Reply