মুক্তিযুদ্ধের স্মৃতিবহ দিবস পাকিস্তানি – হানাদার মুক্ত দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সংলগ্ন স্থাপিত মাঠে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের সূচনা হয়।

Yaw:286.4809,Pitch:-7.658643395183192,Roll:3.6944835109896417
এ সময় পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেন—
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন,উপ-পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বুলবুল আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান মিঠু,সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম মোশারফ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কর্মসূচিতে ঠাকুরগাঁও প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঠাকুরগাঁও পৌরসভা ,আনসার ব্যাটালিয়ান, সড়ক বিভাগ, সরকারি মহিলা কলেজ, ইএসডিওসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

Yaw:289.9947,Pitch:-3.374859572167097,Roll:1.6656250995782784
পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাজমুল হক সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহীন (পৌর প্রশাসক), বীর মুক্তিযোদ্ধা নুর করিম, মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি,বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক জেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, পাক-হানাদারমুক্তির তাৎপর্য এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকা ।
নুরে আলম শাহ,ঠাকুরগাঁও।
Leave a Reply