মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সাঘাটায় ১ ডিসেম্বর ২০২৫, মাদার অব ডেমোক্রেসি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় একটি ব্যাপক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাঘাটা উপজেলার ৬ নং ঘুড়িদহ ইউনিয়নের কমলপুর গ্রামে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকারের নিজ এলাকার আলহাজ্ব বাকের মেহমুদ সরকার জামে মসজিদে বাদ মাগরিব এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। উপস্থিত বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা গোটা জাতির হৃদয়ের দাবি।”
এছাড়া প্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি পরিবার সব সময় দেশনেত্রীর পাশে আছে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় সারাদেশে ব্যাপক দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
দোয়া শেষে দেশ, জাতি ও সকলের জন্য শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply