এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
“দেশীয়জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ভোলাহাট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টা হতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
যথাযথভাবে দিনটি উদযাপনে অনুষ্ঠানাদীর প্রারম্ভে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি প্রাণিসম্পদ প্রদর্শনীর ২৪টি বিভিন্ন ষ্টল পরিদর্শন করে আলোচনা সভায় মিলিত হোন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ভারপ্রাপ্ত ডা. মোঃ শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর ষ্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হোন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, বিএমডিএ সহকারী ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাছ্ছুম শাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, তথ্য আপা মোছাঃ নাসরিন খাতুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ২৪টি প্রদর্শনী ষ্টলের মধ্যে অংশগ্রহণকারী বিজয়ী ১ম, ২য় ও ৩য় ষ্টল গুলিকে পুরস্কৃত করা হয়।
এম. এস. আই শরীফ-০১৭১৩৭৪৮৫৭৭।
Leave a Reply