মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস ট্রেনিং সেন্টার, নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৪ থেকে ২৬ নভেম্বর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসাইন। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাগেশ্বরী মন্ডলটারী জামে মসজিদের খতিব আঃ রহমান, হাজী পাড়া জামে মসজিদের খতিব মোঃ আব্দুল আউয়াল, ব্যাপারীটারী জামে মসজিদের ইমাম রেজাউর করিম, ডারার পাড় জামে মসজিদের ইমাম নুরুজ্জামান প্রমূখ।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর হান্নান আলী, আনোয়ার হোসেন। প্রশিক্ষণ কর্মশালাতে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেন।
Leave a Reply