পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৬ নভেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২৫ অনুষ্ঠিত হয়।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যে বুধবার প্রাণিসম্পদ চত্তরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সেলিম জাহাঙ্গীর সৌরভ ও পাখি খামারী তৌফিক হাসান বাবু। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, পাখি, দুগ্ধ জাতীয় খাবার, পশু খাদ্য-ঔষধ এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়।
Leave a Reply