মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে র্যালি, প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ অফিসে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী পর্ব শেষে প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাম্মিম জাহানসহ অন্যান্য কর্মকর্তারা। স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডাঃ এমদাদুল হক। এ বছরে প্রদর্শনীতে মোট ২৪টি স্টল অংশ নেয়।
Leave a Reply