সকালে উখিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন,
“আমরা ২৬ বছর ধরে অনিশ্চয়তার মধ্যে চাকরি করছি। যেন কাবিন ছাড়া সংসার চালানোর মতো— কোনো অধিকার নেই, অথচ নিয়মিত দায়িত্ব পালন করছি জনগণের সেবা দিতে।”
কর্মীরা দ্রুত স্থায়ী নিয়োগ, বেতন কাঠামো সংস্কার ও পদোন্নতির নিশ্চয়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান।
এদিকে কর্মসূচির ফলে এলাকায় পরিবার পরিকল্পনা সেবায় ধীরগতি দেখা দিয়েছে বলে জানা গেছে।
Leave a Reply