মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ব্যস্ততম সড়কগুলোতে স্কুল চলাকালীন সময়ে অবাধে বালুভর্তি ট্রাক্টর চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ও দুপুরে যখন স্কুলের ছাত্রছাত্রীদের আসা–যাওয়া থাকে, ঠিক তখনই এসব ভারী যানবাহনের গতি, শব্দ ও ধুলাবালির কারণে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।
একাধিক ট্রাক্টর মালপত্র বহন করে ঘনবসতিপূর্ণ এলাকায় ঢুকছে, আশপাশে শিশু–কিশোরদের অবস্থান সত্ত্বেও চালকদের অনেকেই নিরাপত্তা মানছেন না।
স্থানীয়দের অভিযোগ, এসব ট্রাক্টর প্রায়ই স্কুলগেটের সামনে যান জট সৃষ্টি করে এবং ছোটদের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে।
এলাকাবাসী জানান-
“স্কুলের বাচ্চারা রাস্তায় হাঁটতেই পারছে না। সকাল–দুপুরে এই ট্রাক্টরের শব্দ, ধুলা আর দ্রুত গতি আমাদের খুবই আতঙ্কে রাখে।”
অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্কুলের সময় এসব ভারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা জরুরি। নইলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
Leave a Reply