1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
পখরায় অল নেপাল লিও মিট ২০২৫: বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক লিও আন্দোলনে নতুন গতি - Crime Report 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই ময়মনসিংহে ৫০০ গ্রাম গাঁজা ও টাকাসহ ১ মহিলা গ্রেফতার ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত চিলমারীতে কর্মবিরতি মধ্যেও চলছে বার্ষিক পরীক্ষা গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান পানছড়ির দুধুকছড়িতে ৩ বিজির উদ্যোগে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ পখরায় অল নেপাল লিও মিট ২০২৫: বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক লিও আন্দোলনে নতুন গতি কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন সাঘাটা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আল কোরআন শরিফ বিতরণ সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পাক-হানাদার মুক্ত দিবস পালিত

পখরায় অল নেপাল লিও মিট ২০২৫: বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক লিও আন্দোলনে নতুন গতি

  • প্রকাশকাল: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

এম রাসেল সরকার:
লিও মাল্টিপল কাউন্সিল ৩২৫, নেপাল আয়োজিত “নেপাল লিও মিট ২০২৫”। এ অংশ নিতে বাংলাদেশ থেকে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পোখরায় পৌঁছেছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন লিও অরিত্র রহমান, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ৩১৫B1, বাংলাদেশ।

এই আন্তর্জাতিক ইভেন্টের গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এটি ৬৮তম আন্তর্জাতিক লিও ডে উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। নেপালের বিভিন্ন অঞ্চল থেকে হাজারেরও বেশি লিও সদস্য উপস্থিত থাকবেন, যা ইভেন্টটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম যুবসম্মেলনে পরিণত করেছে।

বাংলাদেশ প্রতিনিধিদলে লিও অরিত্র রহমান ছাড়াও রয়েছেন, লিও তাসফিয়া আহমেদ, District Zone Director & Club President , লিও ফারহান সাদিক, District Tamer, 315B1
তারা পাঁচ দিনের বহু সেশন ও আলোচনায় অংশ নেবেন, যা ভবিষ্যতে দুই দেশের লিওদের পারস্পরিক সমন্বয়, উন্নয়ন প্রকল্প এবং যৌথ কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে।

লিও অরিত্র রহমান বাংলাদেশের তরুণদের নেতৃত্ব ও মানবিক সেবামূলক কর্মসূচির সফলতা তুলে ধরবেন। বিশেষ করে “Youth Empowerment Through Service”, “Sustainable Social Impact” এবং “Cross-nation Project Collaborations” নিয়ে তার বক্তৃতাগুলো নেপালের লিও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

লিও তাসফিয়া আহমেদ প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের নারী নেতৃত্ব। তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারীদের নেতৃত্ব অর্জন ও সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের ইতিবাচক দিকগুলো আলোচনায় তুলে ধরবেন।
লিও ফারহান সাদিক অংশ নেবেন ম্যানেজমেন্ট ও স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রিক বিভিন্ন ওয়ার্কশপে। নেপালের লিওদের সঙ্গে যৌথভাবে দলগত কাজ, সদস্য সক্রিয়তা, ইভেন্ট পরিকল্পনা—এসব বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি।

বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক মঞ্চে যে কতটা তাৎপর্যপূর্ণ, তা এই সম্মেলনে প্রমাণিত হবে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে নেপাল ও বাংলাদেশ যৌথভাবে পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য এবং যুব উন্নয়নমুখী প্রকল্পে কাজ করবে এই ইভেন্ট সেই সহযোগিতার একটি বাস্তব সেতুবন্ধন হবে।

বাংলাদেশের তরুণরা ইতিমধ্যে আন্তর্জাতিক লিও আন্দোলনে নিজেদের দক্ষতার ছাপ রেখেছে। এবার এই প্রতিনিধিদলের অংশগ্রহণ সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং নতুন যৌথ উদ্যোগের দ্বার উন্মোচিত করবে। এই আন্তর্জাতিক সম্মেলন নিঃসন্দেহে দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও যুব নেতৃত্ব গঠনে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ