1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
পুলিশী সহায়তায় মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেডের মালামাল লুট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Crime Report 24
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়িতে বিএনপির দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কুমিল্লায় দোয়া ও ফিতা কেটে ‘ইউনিটি স্টাকচারাল ইঞ্জিনিয়ার’স লিমিটেড’ এর অফিস উদ্বোধন কালিয়াকৈরে ৫৪ তম সমবায় দিবস পালিত সাঘাটায় ইটভাটায় ইট পোড়ানোর ধুম সেনবাগে রহস্যজনক অগ্নিকাণ্ড! ছরোয়ার মাঝির বাড়ির বিদ্যুৎ মিটারে আগুন-এলাকায় চাঞ্চল্য পাঁচবিবিতে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি চিলমারীতে সমবায় দিবস পালিত হয়েছে পানছড়িতে অবসরপ্রাপ্ত ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা চার দশকের ঐতিহ্য পেরিয়ে: ‘দর্পণ’-এর গৌরবময় ৪৩ বছরের যাত্রা লক্ষীছড়িতে আবারও অবৈধ কাঠ উদ্ধার: ইউপিডিএফের অর্থের উৎসে সেনাবাহিনীর হানা সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ১০ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুলিশী সহায়তায় মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেডের মালামাল লুট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশকাল: সোমবার, ১১ আগস্ট, ২০২৫


নিজস্ব প্রতিবেদকঃ
পুলিশী সহায়তায় মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেডের মালামাল লুট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
রাজধানীর প্লটনের মেহেরবা প্লাজায় এ সংবাদ সম্মেলন করা হয়। এতে অভিযোগ করা হয় পাবনার আমিনপুরে স্থানীয় থানার ওসি’র প্রত্যক্ষ সহায়তায় মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেডের মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ডিরেক্টর মোঃ শামীম আহমেদের বিরুদ্ধে।

এসময় শ্রমিক-কর্মচারীরা তাদের পাওনা বেতন-ভাতার দাবি জানালে তাদের মারধর ও মিথ্যা মামলায় হয়রানি ভয়-ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন শ্রমিক নেতা শেখ নাসির উদ্দিন।তারা জানান, শামীম আহমেদ কোম্পানির বাকী ৪জন ডিরেক্টরদের নিয়ে কখনো কোন মিটিং না করে একক সিদ্ধান্ত নেন কোম্পানির একক স্বৈরাচার নিয়ন্ত্রণে পরিচালিত করছেন, অন্য ডিরেক্টরদের সাথে তিনি কখনোই কোম্পানির জবাবদিহিতা করেন না। কোম্পানির অন্য ডিরেক্টর দের স্বাক্ষর নকল ও জাল করে অবৈধভাবে জানা অজানা শতাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

পাবনার আমিনপুরে স্থানীয় থানার ওসি’র প্রত্যক্ষ সহায়তায় মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেডের মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ৫ ডিরেক্টরের একজন মোঃ শামীম আহমেদের বিরুদ্ধে। এসময় শ্রমিক-কর্মচারীরা তাদের পাওনা বেতন-ভাতার দাবি জানাতে তাদের মারধর ও মিথ্যা মামলায় হয়রানি ভয়-ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতা শেখ নাসির উদ্দিন।

১১ আগস্ট ২০২৫ সোমবার রাজধানীর মেহেরবা প্লাজায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মোঃ মাসুদ রানা এবং ফজলুল করিম মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেড( সি -১৭৪৮০২) এর ফাউন্ডার, ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার জানান, কোম্পানির সিডিউল টেন অনুযায়ী এই কোম্পানির মালিক পাঁচজন- ১. মোঃ শামীম আহমেদ, ২. মোঃ মাসুদ রানা, ৩. মোঃ ফজলুল করিম, ৪. মোঃ আব্দুল আওয়াল ও ৫. মোঃ ফাহাদুল আফসার চৌধুরী।

তারা জানান শামীম আহমেদ কোম্পানির বাকী ডিরেক্টরদের নিয়ে কখনো কোন মিটিং করে সিদ্ধান্ত নেন না। কোম্পানি তিনি একক স্বৈরাচার নিয়ন্ত্রণে পরিচালিত করছেন।ডিরেক্টরদের সাথে তিনি কখনোই কোম্পানির জবাবদিহিতা করেন না,যার পরিপেক্ষিতে ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ও
আর জেএসসিতে একটি অভিযোগ দাখিল করি ও প্রত্যেকটা ব্যাংককে একাউন্ট ফ্রিজ করার জন্য নোটিশ প্রদান করি। অতঃপর আমরা পল্লী বিদ্যুৎ কাশীনাথপুর শাখা, বিএসটিআই, পাবনা আমরা অভিযোগ দাখিল করি।
তারা আরও বলেন আমরা যখন কোম্পানিটা বন্ধ করেছি ঠিক তখনি শামীম আহমেদ অন্য অনেক গুলো কোম্পানি খুলেছেন যার মধ্যে মেরিনার্স বেকার্স এন্ড বেভারেজ লিমিটেড একটি। শামীম আহমেদ মেরিনারস ফুড এন্ড এগ্রো লিমিটেডের সম্পদ মেরিনার্স বেকারস এন্ড বেভারেজ লিমিটেডের নামে সম্পদ ট্রান্সফার করার ষড়যন্ত্রে লিপ্ত হন, আমরা তাৎক্ষণাৎ বাধা প্রদান করি। শামীম আহমেদ আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর। শামীম গং ও আমিনপুর থানার ওসির হস্তক্ষেপে প্রশাসনের সহযোগিতায় ১০ আগস্ট ২০২৫ রবিবার দিনে-দুপুরে কোম্পানির শ্রমিকদের মারধর, ভয়-ভীতি প্রদর্শন ও অস্ত্রের মুখে শ্রমিকদের অধিকার বঞ্চিত করে এবং মেরিনার্স ফুড এন্ড এগ্রো লিমিটেডের মালিকদের সম্পদ ও মেশিনারিজ ক্রেন ও ট্রাক ব্যবহার করে প্রায় দুই কোটি টাকার মালামাল ডাকাতি ও লুট করে। এই ঘটনাটির পুরাটাই আমিনপুর থানার ঐ ওসির হস্তক্ষেপে সংঘটিত হয়েছে। আমরা তার সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করি।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা শেখ নাসির উদ্দিন বলেন, যেকোন কোম্পানী স্থানান্তর বা বন্ধ করতে হলে শ্রমিকদের ৩ মাস আগে নোটিশ দিয়ে অবগত করতে হয় এবং তাদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করতে হয়। কিন্তু শামীম আহমেদ গং কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই গায়ের জোরে মালামাল নিয়ে গিয়েছেন। আর এ কাজে সহযোগিতা করেছেন প্রশাসনের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা। আমরা শামীম আহমেদ ও আমিনপুর থানার ওসির বিচার দাবি করছি এবং অবিলম্বে শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় যেকোন অপ্রীতিকার পরিস্থিতির দায় সরকার ও শামীম আহমেদের ওপর বর্তাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ