মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার ২৬ দফা বাস্তবায়নের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়িতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
শত শত স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ গ্রহণ করেন। এই মেডিকেল ক্যাম্পটির উদ্যোগ নিয়ে ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য সচিব, জেলা বিএনপি কুড়িগ্রাম।
চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, এমন উদ্যোগ গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত সহায়ক।
তারা বলেন, “গ্রামে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। আজকে বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।”
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণদের জন্য ছিল বিশেষ চিকিৎসা সেবা।
বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল চিকিৎসা প্রদান করেন।
আয়োজকরা জানিয়েছেন, সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতেও এমন ক্যাম্প আয়োজন করা হবে।
Leave a Reply