স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ৩০ অক্টোবর বাদ মাগরিব মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক হযরত গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.)’র তরিকা ও আদর্শবাহী একমাত্র সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় ‘ক’ জোন চট্টগ্রাম জেলার আওতাধীন সকল দায়রা ও শাখা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে সাংগঠনিক মত বিনিময় সভা আঞ্জুমান কেন্দ্রীয় দপ্তর ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিমের সঞ্চালনায় সংগঠনের মান্যবর সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে ও সংগঠনের মান্যবর সহ-সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী, শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)’র উপস্থিতিতে হোসাইনী ভিলা, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়।
উক্ত সাংগঠনিক মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, আঞ্জুমান কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সহকারী সচিব আলহাজ্ব সফিউল আজম চৌধুরী, নির্বাহী সদস্য গাজী আবদুল মান্নান, আলহাজ্ব আবদুল লতিফ চৌধুরী, আলহাজ্ব মাওলানা বশিরুল আলম, রফিক সওদাগর, কাজী জাহাঙ্গীর হাফিজ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মঈনুল ইসলাম মিন্টু, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সভাপতি, মঈনুল হোসেন সাগর, সহ-সভাপতি আসাদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক এস, এম, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিল উদ্দীন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক এস,ণ এম, সাহেদ ইকবাল শিবলু, প্রকল্প বিষয়ক সম্পাদক এম, এ, মনছুর চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল, নির্বাহী সদস্য মোহাম্মদ ইমরান হোসেন ইমন, মোহাম্মদ সাজিম চৌধুরী, ইলিয়াস ছদর মিঞা, খোরশেদুল আলম সহ চট্টগ্রাম ‘ক’ জোনের আওতাধীন সকল দায়রা ও শাখা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও আঞ্জুমানের খাদেমানবৃন্দ।
Leave a Reply