জসীম উদ্দীন আখাউড়া ব্রাক্ষণবাড়ীয়া
প্রতিনিধি …
কল্লা শহীদ মাজারের বার্ষিক ওরশ ১০ আগষ্ট, থাকবে প্রশাসনের কঠোর নজরদারি
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া খরমপুর হযরত শাহপীর কল্লা শহীদ (র:) এর বার্ষিক পবিত্র ওরশ মোবারক ২০২৫ আগামী ১০ ই আগস্ট থেকে শুরু হবে। ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মাজার কর্তৃপক্ষ। সোমবার (৪ আগস্ট) সোমবার সকাল ১১টায় খরমপুর মাজার শরীফ সভা সম্মেলন কক্ষে ওরশের সার্বিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম।
সংবাদ সম্মেলনে জানানো হয় , আগামী ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত মাজারের বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। এই ওরশ মোবারক উপলক্ষে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়ে থাকে মাজার এলাকায় । এই উপলক্ষে মাজার শরীফের সর্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি,আনসার নিয়োজিত থাকবে। মাজারের পুরু এলাকা সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হবে। যেকোনো অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক পরিচালনা করা হবে ভ্রাম্যমান আদালত। সেইসাথে স্থানীয় সেচ্ছাসেবী বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন ,মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম,তাকদীর খান খাদেম,কামরুল হাসান খাদেম,শাকির উদ্দিন খাদেম,ইলমান উদ্দিন খাদেম,কাজী রুপম খাদেম।
উল্লেখ্য ,আগামী ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিটে বিশ্বের সকল মুসলিম উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply