প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদ্রাসা যাওয়ার পথে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম মো: আমির হামজা।
জানা গেছে, গত ৩ জানুয়ারি ২০২৬ খ্রীস্টাব্দ সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আমির হামজা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসা, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো তার সন্ধান মেলেনি। এতে করে পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।
নিখোঁজ আমির হামজার পিতা মো: ইলিয়াছ ও মাতা শাহীন আক্তার। তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা গ্রামে।
কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে-মোবাইল নম্বর: ০১৮৬৬-৯৪৩৮২০
পরিবারের একমাত্র দাবি—প্রিয় সন্তানটি যেন নিরাপদে ফিরে আসে। সকলের সহযোগিতা একান্ত কাম্য।
সংবাদটি শেয়ার করে মানবিক সহায়তায় এগিয়ে আসুন।
Leave a Reply