পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৩ জানুয়ারি/২৬
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর স্কুল এন্ড কলেজ মাঠে দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
আ’লীগ সরকারের দেওয়া একাধিক রাজনৈতিক মিথ্যা মামলার আসামি ও কারা নির্যাতিত নেতা গফুর মন্ডলের সার্বিক আয়োজনে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে বহু নেতাকর্মী উপস্থিত হয়ে দেশনেত্রীর জন্য দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদাত হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবু নাছের চৌধুরী ফরহাদ, বাগজানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন মুহুরি, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক থানা বিএনপির সদস্য মোঃ আলাম হোসেন, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, সাবেক ছাত্রদল নেতা মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply