নিজস্ব প্রতিবেদক :
দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মহীন যুবদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকারের উদ্যোগে পরিচালিত ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পের প্রশিক্ষণ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড (e-Learning & Earning Ltd.)।
বুধবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৫ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ছাড়া টেকসই কর্মসংস্থান সম্ভব নয়। এই লক্ষ্যে সরকার বেসরকারি খাতের অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এরই অংশ হিসেবে e-Learning & Earning Ltd.–কে প্রশিক্ষণ সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে e-Learning & Earning Ltd. গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন আধুনিক আইটি স্কিলে যুবদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশি ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার উপযোগী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সফল প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে e-Learning & Earning Ltd. ইতোমধ্যে হাজারো তরুণ-তরুণীকে আত্মনির্ভরশীল করে তুলেছে। সরকারি এই প্রকল্পের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে দক্ষ যুব গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply