সাঈদ চৌধুরী:
জাগো নারী ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটির সভা গতকাল বিকালে রাজধানীর রুপনগরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। জাগো নারী ফাউন্ডেশনের সহ-সভাপতি রোকসানা বেগমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় উক্ত সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ-ওয়ান টেলিমিডিয়ার চেয়ারম্যান খ ম খুরশীদ, পৃষ্ঠপোষক মঞ্জুরা ইয়াসমিন, সৈয়দ আকতার পারভেজ, যুগ্ন-সম্পাদক হালিমা ইয়াসমিন চামেলী, কার্য নির্বাহী সদস্য শিউলি বেগম, রিক্তা আক্তার ও সীমা আক্তার প্রমূখ। উক্ত সভায় ভার্চুয়ালী যোগদান করেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগম, পরিচালক (সমাজকল্যাণ) ইলা বিশ্বাস, পরিচালক (অর্থ) মতিউর রহমান হিরু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। সভায় সংগঠনের নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন সভার আলোচ্য সূচী উপস্থাপন করেন এবং উপস্থিত সকল সদস্য/সদস্যাদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে নি¤েœ বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহ হলোঃ র্র্র্র্(১) সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগমের জন্ম উৎসব পালন সংক্রান্ত মূল্যায়ন আলোচনায় কিছু ক্রটি বিচ্যুতি চিহ্নিত হলেও ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ এবং সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। (২) সভায় পরিচালক (সমাজকল্যান) ইলা বিশ্বাসের প্রস্তাবের ভিত্তিতে চলমান তীব্র শীতের প্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। (৩) আগামী ২০-২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে গ্রæপ ষ্টাডি ট্যুর আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। (৪) সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মঞ্জুরা ইয়াসমিনের প্রস্তাবের ভিত্তিতে আগামী মার্চ মাসে পথ শিশুদের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের একটি কক্ষে একটি স্কুল পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি স্কুল পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। (৫) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরীর প্রস্তাবের ভিত্তিতে আগামী জানুয়ারি মাসের মধ্যে সেনপাড়া পর্বতায় জাগো নারী ফাউন্ডেশনের মিরপুর আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সভার সভাপতি রোকসানা বেগম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply