গত ২৩ শে,মে নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম, psc পরিচালক ও অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)এর সরাসরি নির্দেশনায়, সহকারী পরিচালক মোঃরবিউল ইসলাম পিবিজি এম এস, এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, মোহাইমিনুল ইসলাম মাসুম সহ একটি চৌকস যৌথ ট্র্যাক্সফোর্স পরিচালিত হয় এবং এই ট্র্যাক্সফোর্স দুই ভাগে বিভক্ত হয়ে অপারেশন পরিচালনা করেছেন।
একটি দল নওগাঁ পুরাতন বাসষ্ট্যান্ড, জে আর মার্কেট এস এ পরিবহন গোডাউনে এবং অপর দল অপারেশন পরিচালনা করেন, টিন পট্টি এলাকায়।
এই ট্রাক্সফোর্সে ১৬ বিজিবির একটি দল এবং নওগাঁ সদর থানার একটি চৌকস পুলিশ টিম অংশ গ্রহন করেন।
এস এ পরিবহন গোডাউনে তল্লাশি করে ৬০০০ ছায় হাজার প্যাকেট ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করে, যার বাজার মূল্য ৪৮০০০০, চারলক্ষ আশি হাজার এবং চোরাকারবারি মূল হোতা (১)মোঃসুমন মিয়া পিতাঃমোঃহাফিজ উদ্দীন সাং, নওহাটা থানাঃনওগাঁ সদর জেলা নওগাঁ, (২)মোঃজামাল উদ্দীন, পিতাঃহাফিজ মন্ডল, গ্রাম ও থানাঃলাকসাম, জেলাঃকুমিল্লা।অপর টিম নওগাঁ টিনপট্টি অভিযান পরিচালনা করে, পরিত্যক্ত অবস্থায়, ১৭,১৬৪৯৯ সতের লক্ষ ষোল হাজার চারশত নিরানব্বই হাজার টাকার ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করে। এবিষয়ে জরিত সন্দেহ মূলক দূ- জনকে আটক করা হয়েছে। শাওন ও শুভ, উভয়ের পিতাঃগোবিন্দ শাহা, সাং সুলতান পুর, থানা, নওগাঁ সদর জেলা,নওগাঁ। একদিনে মোট বর্তমান বাজার মূল্য ২১,৯৬,৪৯৯, একুশ লক্ষ, ছিয়ানব্বই হাজার, চারশত,নিরানব্বই টাকার ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করে, নওগাঁ সদর থানায় জমা করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনের ধারায় কেচরুজু হয়েছে।
১৬ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ আরিফুর ইসলাম মাসুম পিএসসি বলেন এ ধরনের অপারেশনের মাধ্যমে, যে কোন ধরনের চোরাচালান রোধে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।১৬ বিজিবি অধিনায়ক আরও বলেন ভবিষ্যতে যে কোন চোরাচালান রোধে বিজিবি সদা তৎপর থাকবে
Leave a Reply