মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি
সমাজসেবা অধিদপ্তর কর্তক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে ‘সমাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ বুধবার দুপুর ১২ টায় আমতলী পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষনের আয়োজন করে।
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, আমতলী উপজেলা সোনালী ব্যাংক লি: পিএলসির ম্যানেজার মো. জুলকার বিন খালেক, পল্লী সঞ্চয় ব্যংক আমতলী শাখার ম্যানেজার কামাল হোসেন, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম, সাংবাদিক মো. জাকির হোসেন ও আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ প্রমুখ। সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার জানান প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেছে।
Leave a Reply