1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বিদায়ী ব্রিগেড কমান্ডার ও নবনিযুক্ত কমান্ডার হাতে স্বাগতম উপহার তুলে দেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা - Crime Report 24
বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা মধ্যনগরে জোরপূর্বক দখলকৃত জমি ফেরতের দাবিতে মানববন্ধন, আমতলীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে ব্র্যাকের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত মনিবুল হক বসুনিয়াকে কর্মস্থানে পুনর্বহালের দাবিতে রাজারহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট- বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর আমলাদের দুর্নীতি কেন খুঁজে বের করা হচ্ছে নাঃ ফরহাদ মজহার ফেনীর ফুলগাজীতে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

বিদায়ী ব্রিগেড কমান্ডার ও নবনিযুক্ত কমান্ডার হাতে স্বাগতম উপহার তুলে দেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

খাগড়াছড়ির বিদায়ী ২০৩ পদাতিক রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমিন হাসানকে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত ব্রিগেড কমান্ডার হাসান মাহমুদকে বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) খাগড়াছড়িতে সন্ধ্যায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি পর্যটন মোটেলে একটি বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান আয়োজন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়, এবং নবনিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সভাপতিত্ব করেন।
এ সময় তিনি বিদায়ী রিজিয়ন কমান্ডার জেনারেল শরীফ মো. আমান হাসান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, “তার দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি অঞ্চলে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আরও বলেন, এই খাগড়াছড়ি জেলা আমার আপনার আমাদের সবার। সবাই মিলেমিশে থাকতে হবে। বিদায়ী ব্রিগেড কমান্ডারের সহধর্মিণীকে উদ্দেশ্য করে বলেন, ম্যাডাম আপনি আমাকে ভুলে যাবেন না।
রিজিয়ন কমান্ডারের উদ্দেশ্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন “তিনি খাগড়াছড়ি অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন।
তাঁর দক্ষ নেতৃত্বে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হয়েছে এবং জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি ভবিষ্যতেও তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দেশের সেবা করবেন। তাঁর ভবিষ্যত জীবনের প্রতি আমাদের আন্তরিক শুভ কামনা। তিনি যেখানেই থাকবেন, সেখানেই সফলতা অর্জন করবেন বলে আমরা প্রত্যাশা করি।
নবনিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন, “আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করে আমরা এই অঞ্চলের শান্তি,উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। আমার পূর্বসূরির গৃহীত ইতিবাচক উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এ সময় বিদায়ী রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ে মানুষ অনেক বেশি অবহেলিত তাদের উন্নয়নের নজর দিতে হবে।
এ জেলার সাংবাদিকগন,জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী এই চারটি প্রতিষ্ঠান সমন্বিত ভাবে ঠিক মত কাজ করতে পারলে পাহাড়ের উন্নয়ন সাধিত হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী ব্রিগেড কমান্ডার ও নবনিযুক্ত কমান্ডার হাতে ওয়েলকাম গিফট তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার হাতেও ওয়েলকাম গিফট তুলে দেন চেয়ারম্যান।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী,জেলার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মান প্রদর্শন করেন এবং নবনিযুক্ত কর্মকর্তাকে শুভেচ্ছা জানান।
এই অনুষ্ঠানটি বিদায়ী ও নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য এক আবেগঘন মুহূর্ত ছিল, যেখানে তাদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় উদযাপন করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ