1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
জাজিরায় বিস্ফোরণের ঘটনায় শতাধিক হাতবোমা তৈরির উপকরণ উদ্ধার মাদ্রাসা যেতে গিয়ে নিখোঁজ কিশোর, পরিবারে আহাজারি-সেনবাগে চাঞ্চল্য আলহাজ পনির উদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বই বিতরণ বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভুয়া পরীক্ষার্থীসহ প্রশ্নফাঁস চক্রের আরো ১১ সদস্য আটক শীতে কাঁপছে কুড়িগ্রামে জনজীবন স্থবির না.গঞ্জের যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫ গফরগাঁওয়ের আমির হোসেন চেয়ারম্যান ইন্তেকাল করেছেন বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড় : নীরব বন বিভাগ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগেশীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পানছড়িতে বিজিবির অভিযানে ৯০টি মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার

বিদায়ী ব্রিগেড কমান্ডার ও নবনিযুক্ত কমান্ডার হাতে স্বাগতম উপহার তুলে দেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::

খাগড়াছড়ির বিদায়ী ২০৩ পদাতিক রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমিন হাসানকে বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত ব্রিগেড কমান্ডার হাসান মাহমুদকে বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) খাগড়াছড়িতে সন্ধ্যায় পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি পর্যটন মোটেলে একটি বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান আয়োজন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়, এবং নবনিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সভাপতিত্ব করেন।
এ সময় তিনি বিদায়ী রিজিয়ন কমান্ডার জেনারেল শরীফ মো. আমান হাসান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, “তার দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি অঞ্চলে শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আরও বলেন, এই খাগড়াছড়ি জেলা আমার আপনার আমাদের সবার। সবাই মিলেমিশে থাকতে হবে। বিদায়ী ব্রিগেড কমান্ডারের সহধর্মিণীকে উদ্দেশ্য করে বলেন, ম্যাডাম আপনি আমাকে ভুলে যাবেন না।
রিজিয়ন কমান্ডারের উদ্দেশ্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন “তিনি খাগড়াছড়ি অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করেছেন।
তাঁর দক্ষ নেতৃত্বে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হয়েছে এবং জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি ভবিষ্যতেও তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দেশের সেবা করবেন। তাঁর ভবিষ্যত জীবনের প্রতি আমাদের আন্তরিক শুভ কামনা। তিনি যেখানেই থাকবেন, সেখানেই সফলতা অর্জন করবেন বলে আমরা প্রত্যাশা করি।
নবনিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন, “আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করে আমরা এই অঞ্চলের শান্তি,উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। আমার পূর্বসূরির গৃহীত ইতিবাচক উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এ সময় বিদায়ী রিজিয়ন কমান্ডার বলেন, দুর্গম পাহাড়ে মানুষ অনেক বেশি অবহেলিত তাদের উন্নয়নের নজর দিতে হবে।
এ জেলার সাংবাদিকগন,জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী এই চারটি প্রতিষ্ঠান সমন্বিত ভাবে ঠিক মত কাজ করতে পারলে পাহাড়ের উন্নয়ন সাধিত হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী ব্রিগেড কমান্ডার ও নবনিযুক্ত কমান্ডার হাতে ওয়েলকাম গিফট তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার হাতেও ওয়েলকাম গিফট তুলে দেন চেয়ারম্যান।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী,জেলার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মান প্রদর্শন করেন এবং নবনিযুক্ত কর্মকর্তাকে শুভেচ্ছা জানান।
এই অনুষ্ঠানটি বিদায়ী ও নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য এক আবেগঘন মুহূর্ত ছিল, যেখানে তাদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় উদযাপন করা হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ