ঈদুল আযহা উপলক্ষে মদন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ইমন রহমান (নেত্রকোনা) প্রতিনিধি :
মদন উপজেলার অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান মদন ওয়েলফেয়ার ফাউন্ডেশন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় উপহার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
১৮ মে রোববার অনুষ্ঠিত এই সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ঈদুল আযহায় গরিব মানুষের পাশে আরও বেশি কার্যকরভাবে দাঁড়ানোর বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়।
সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, “আমাদের লক্ষ্য মদন উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি, একদিন এই সংগঠন শুধু মদনেই নয়, সমগ্র বাংলাদেশে মানবিকতার প্রতীক হিসেবে পরিচিত হবে।”
উল্লেখ্য, মদন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এরই মধ্যে বিভিন্ন উৎসব, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং ফাউন্ডেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।
Leave a Reply