1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত - Crime Report 24
শনিবার, ২৮ জুন ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত খায়ের মঞ্জিল দরবার শরিফ পরিচালনা কমিটি গঠিত : সভাপতি মোঃ মোস্তফা কামাল মানিক ও সাধারণ সম্পাদক প্রফেসর শেফায়েত হোসেন ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন সুনামগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় হাজাঁরো সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত সুনামগঞ্জের গৌরারং ও বিশ^ম্ভরপুরের ফতেপুর দুটি ইুইনয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ করেন এড. নুরুল ইসরাম নুরুল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে জিডিএম ডিপার্টমেন্টের পোর্টফোলিও এবং এক্সিবিশন কোর্সের প্রদর্শনী শুরু। ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অভিযানে শিশু বলৎকার (ধর্ষণ) মামলার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রামে ঝটিকা মিছিলের অভিযোগে ও মিথ্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত ৪র্থ কার্যকরী  পরিষদের অভিষেক  ও আলোচনা সভা

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত

  • প্রকাশকাল: শনিবার, ২৮ জুন, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ জুন শুক্রবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ সিদ্ধি নয়, বরং একে অপরের সহযোগিতায় সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। অ্যালামনাই-এর মধ্যে বিভক্তির কোনো সুযোগ নেই, এখানে রাজনীতি নয়, বরং বন্ধুত্ব ও সহযোগিতা হবে একমাত্র পথ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু নামী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পেছনে অ্যালামনাইদের বড় ভূমিকা রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনও সেই ধারাবাহিকতা বজায় রেখে একটি প্রাণবন্ত, সক্রিয় ও কল্যাণমুখী সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়।
সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুহতাসিম বিল্লাহ ফারুকী।

কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানে সহযোগিতা করা, বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণ, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব উদ্যোগে ভূমিকা রাখা, শিক্ষকদের গবেষণায় উৎসাহ দিতে পুরস্কার প্রদান, তথ্য কেন্দ্র ও ‘কমফোর্ট সেন্টার’ নির্মাণ, কল্যাণ তহবিল গঠন, নিজস্ব কার্যালয় স্থাপন, সাংগঠনিক লক্ষ্য নির্ধারণ, ২০২৭ সালের মধ্যে ২৫ হাজার নতুন সদস্য সংগ্রহ ও আসন্ন ১৫ নভেম্বর বৃহৎ পুনর্মিলনী আয়োজন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক চাকসু ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ এসএম ফজলুল হক।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব সিরাজ উদ্দীন মিয়া সাথী, চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না, নৌ সচিব মো. ইউসুফ, এডিবির সাবেক পরিচালক ড. মাহফুজউদ্দিন আহমেদ, সাবেক চাকসু ভিপি ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএম শামসুজ্জামান হীরা, সাবেক চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক চাকসু জিএস আজিম উদ্দিন আহমেদ, সৈয়দ সগির আহমেদ, মুজতবা কামাল, অধ্যাপক ইউনুচ গনি, রেজাউল করিম, মহিউদ্দিন বাদল, সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, আসিফ চৌধুরী প্রমুখ।

সভায় চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না তার বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতির কথা উল্লেখ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশবিদেশে নেতৃত্ব দিচ্ছে। এ ধারাকে অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে।

সভায় মুখ্য সচিব সিরাজউদ্দীন মিয়া বলেন, একমাত্র ঐক্যই হতে পারে চবি অ্যালামনাইয়ের শক্তি। বিভক্তি কোনো সমাধান নয়। সবাইকে একসঙ্গে বসে সম্মিলিতভাবে সমস্যা সমাধান করতে হবে। আমাদের রাজনীতি হবে বন্ধুত্বের, ঐক্যের। তিনি আরও বলেন, অ্যালামনাই হতে হবে অরাজনৈতিক ও গণতান্ত্রিক। এখানে সব দল ও মতের মানুষ থাকবে, হবে নতুন ও পুরাতনের সেতু বন্ধন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ