সাম্য হত্যাকান্ড; নেত্রকোণায় ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ
ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
রবিবার দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রতিবাদ সমাবেশ হয়।
সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবীবুর রহমান দোলনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালণায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, কালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দোলন, দপ্তর সম্পাদক( যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) প্রান্ত পাঠান, প্রচার সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদ মর্যাদা)এস এম সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বী প্রমুখ।
এসময় নেতারা সাম্যসহ হত্যার শিকার হওয়া ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবী জানান। অন্যথায় সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
Leave a Reply