স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বয়স্ক, বিধাবা, পুঙ্গ ভাতার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ ১৫ মে দুই দিনব্যাপী কার্যক্রম সম্পন্ন হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক ও পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে পানি, জুস ও কেক বিতরণ করেন।
পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং মহিলা মেম্বারদের আন্তরিক সহযোগিতায় দুই দিনব্যাপী কার্যক্রম সম্পন্ন হয়।
আজ ১৫ মে এ কার্যক্রমে উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজুর নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির আলী, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ শহিদুল ইসলাম, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ শরীফ, পশ্চিম গুজরা যুবদল নেতা মোহাম্মদ মুবিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইলিয়াস, নেজাম উদ্দিন, শেখ কামাল প্রমুখ।
প্রথম দিন (১৪ মে) গতকাল পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাইফু উদ্দিন তারেকের নেতৃত্বে উপস্থিত ভাতা সুবিধাভোগীদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পশ্চিম গুজরা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির আলী, যুবদল নেতা শওকত হোসেন, মোহাম্মদ মুবিন, নুরুন নবীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দুইদিনের কার্যক্রমে দায়িত্ব পালন করেন উপজেলা প্রসাশনিক ট্যাগ অফিসার মিলটন দাশ, রঞ্জন চক্রবর্তী।
সার্বিক সহযোগিতা করেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিসেস জাহানারা বেগম, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার গোলাপি বড়ুয়া, লাকী দাশ প্রমুখ।
Leave a Reply