1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে আটক-০৮ - Crime Report 24
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে আটক-০৮ চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলার পর উল্টো ২৭ সাংবাদিকের নামে মামলা : সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা ও প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জিআইএস ডেটা হস্তান্তর ও আইএমআইএস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ময়মনসিংহে রেলওয়ের সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বগুড়ায় দর্শনার্থীকে ছিনতাই, ২ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নেএকোণা মোহনগঞ্জ উপজেলা নারী কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন খাগড়াছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে আটক-০৮

  • প্রকাশকাল: বুধবার, ১৪ মে, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ ইমামুল হাসান সঙ্গীয় ফোর্স সহ আজ ১৪ মে সকাল ৮:৫০ ঘটিকার সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-১২, তারিখ-১২/০৫/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামী ০১। মোঃ দিদার (৩২), পিতা-মৃত শেখ আহম্মদ, মাতা-হোসনে আরা বেগম, সাং-হামিদচর, নতুন মসজিদ সংলগ্ন খলিল কন্ট্রাক্টরেরর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মৌলভী পুকুর পাড়, গাবতল, বশির কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ রায়হান উদ্দিন জাবেদ (২০), পিতা-মোঃ হাসান, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-পোমরা, হাফেজ সিকদার বাড়ী, ২নং ওয়ার্ড, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মোহরা, মৌলভী বাজার, মাঝির বাড়ী, রহমান মাঝির কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ আরমান প্রকাশ ছনু মিয়া (২৫), পিতা-মোঃ নাছের, মাতা-সাজেদা বেগম, সাং-মাদার বাড়ী, উত্তর রাজঘাট, ছমুদার বাপের বাড়ী, ৩নং ওয়ার্ড, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-হামিদচর, নতুন মসজিদ সংলগ্ন মাষ্টার কলোনী, ৪নং রুম, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। মোঃ সাকিব (২৩), পিতা-মৃত শাহ আলম, মাতা-নাজমা বেগম, সাং-বয়ারচর, ভূইয়াহাট রাস্তার মাথা, গাজী বাড়ী, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-বাহির সিগন্যাল, বোড স্কুল, আবছার কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ তাহসিন প্রঃ রিপন প্রঃ জিকু (২৪), পিতা-মোঃ জলিল, মাতা-মুন্নি আক্তার, সাং-আন্দার মানিক, আকবর আলী সিকদার বাড়ী, ৯নং ওয়ার্ড, অলি মিয়ার হাট ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পশ্চিম মোহরা, গোলাপের দোকান, বাঁশতল, ইউনুছ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ সুমন (২৪), পিতা-মোঃ আজিজুল হক, মাতা-মৃত রুনা বেগম, সাং-বার বাকিয়া, বারুয়া খালী, রব্বানিয়া পাড়া, কুলসুমা বেগম এর বাড়ী, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-পশ্চিম মোহরা, গোলাপের দোকান, গোল আমগাছ তল, হাজী বিল্ডিং, ৩য় তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। আব্দুল খালেক (৩৮), পিতা-মৃত বুধা মিয়া, মাতা-ছেনু আরা, সাং-মাতারবাড়ী, দক্ষিণ রাজঘাট, বুধার বর বাড়ী, ৩নং ওয়ার্ড, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-হামিদচর, নতুন মসজিদ সংলগ্ন ইউনুছ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৮। মোঃ রিয়াজ (৩২), পিতা-মোঃ রেজাউল করিম, মাতা-ফাতুলি বেগম, সাং-দক্ষিণ পুটি বিলা, কাশিম মাঝির পাড়া, ৩নং ওয়ার্ড, থানা-মহেষখালী, জেলা-কক্সবাজার, বর্তমানে-অক্সিজেন, সৈয়দ পাড়া, তাজু সাহেব এর কলোনী, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ