নেত্রকোণায় বাংলাদেশ (মুসলিম) নিকাহ্ রেজিস্টার সমিতির মত বিনিময় সভা
মকবুল হোসেন, স্টাফ রিপোটার
নেত্রকোণা:
বাংলাদেশ (মুসলিম) নিকাহ্ রেজিস্টার সমিতির জেলায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোণা শহরের বড়বাজার রেস্টুরেন্ট সি এফ সি তে শনিবার সকাল ১০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন,সমিতির জেলা আহ্বায়ক হাফেজ মাও: মফিজ উদ্দিন। পরিচালনা করেন, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সবুজ ও শফিউল আলম। সভায় বক্তব্য রাখেন, সাবেক নেতা এবং ৯০ গণঅভ্যুত্থানে ইসলামী বীর সেনানী কমান্ড, নেত্রকোণা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: শফিউল আলম চৌধুরী (জুয়েল) ও সাবেক নেতা মো: কামাল উদ্দিন। উক্ত সভায় আলহাজ্ব মো: শফিউল আলম চৌধুরী (জুয়েল) বলেন”,বিগত সময়ে যে সরকার ক্ষমতায় এসেছে; সে সরকারই কাজী সমাজকে অবহেলার চোখে দেখেছে।বিভিন্ন প্রকার তালবাহানার স্বীকার হয়েছে এ কাজী সমাজ। তিনি কাজী দের সাথে বৈষম্যের চক্রান্ত পরিহারের আহ্বান জানান এবং কাজী দের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply