কবি তাছলিমা আক্তার মুক্তা
আমার শহরে বসন্ত আসে
কোকিলে শোনায় গান ,
ভোর পাখিদের কিচিরমিচিরে
জেগে উঠে সব প্রাণ ।
ফজরের ধ্বনি শোনার সাথেই
পাখিদের ভাঙে ঘুম ,
কুয়াশা চাদরে ভোরের আলোয়
সোনালী রঙের ধুম ।
কুয়াশায় ভেজা ঘাসের উপর
স্নিগ্ধ বাতসের ধ্বনি ,
হাওয়ায় ভাসে ফুলের সুবাস
আনন্দে স্বপ্ন বুনি।
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার
ডালে ডালে ফুল ফোটে ,
ময়না টিয়ার শালিক পাখির
সুরের ধ্বনি ঠোঁটে।
Leave a Reply