সাব্বির হোসেন
পহেলা বৈশাখ উপলক্ষ্যে গতকাল ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের এক বনাট্য আয়োজনে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুঁইয়ার উপস্থিতিতে মনমুগ্ধকর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,
যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমন ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির
সভাপতি বলেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব হচ্ছে সাংবাদিকদের শক্তি সঞ্চালনায় একটি নির্দিষ্ট আশ্রয় স্থল এবং বিবেক জাগ্রত রাখার অন্যতম অভিভাবক। তাই সকল সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেন সত্য প্রকাশের অঙ্গীকার রেখে কাজ চালিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুঁইয়া বলেন, আমরা কোন অন্যায়ের কাছে মাথা নত করব না। আমার লেখা কলাম কোন অন্যায় ও মিথ্যার কাছে পরাস্ত হবেনা। যেখানেই সাংবাদিকরা নির্যাতন ও আক্রমণের শিকার হবে হবে, সেখানেই ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব পাশে দাঁড়াবে। এটা আমাদের অঙ্গীকার।
সবশেষে দোয়া ও শুভকামনা জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply