মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে তিন ফসলী জমির মাটি কাটার কাজে ব্যবহৃত ৬টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। মাটি কাটার চক্রটির সদস্যরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক এই অভিযান পরিচালনা করে ৬টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করেন।
তিনি জানান, এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলেন ধামরাই বালিয়া ইউনিয়ন ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ে, পরিদর্শন শেষে ফেরার পথে ভূমি দস্যুদের মাটি লুটপাটের দৃশ্য চোখে পড়ে । হাতেনাতে ধরতে ছুটে যান তিনি মাটি কাটার চক্র দূর থেকে প্রশাসনের উপস্থিতি দেখে মাটি কাটার সাথে জড়িত অপরাধীরা ও ভেকুর ড্রাইভারসহ লোকজন পালিয়ে যায়।
এসময় চক্র সদস্যরা পালিয়ে গেলেও ৬ টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করেন নির্বাহী অফিসার।জানা যায় প্রায় ১৫ একর জায়গাজুড়ে মাটি কাটা চলছিলো সেখানে। কোন ব্যক্তি উপস্থিত না থাকায় জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।
Leave a Reply