স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী এর রওজা শরীফ ও তৎসংলগ্ন জামে মসজিদ পুননির্মাণের জন্য নতুন নকশা গতকাল ২০ জানুয়ারি বাদে এশা দরবারের সকল মন্জিলের আওলাদে পাকগনের উপস্থিতিতে উন্মোচন করা হয়েছে।
দরবারের আওলাদে পাকগনের মধ্যে উপস্থিত ছিলেন হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা মুহাম্মদ খায়রুল ইসলাম ফারুকী (ফুয়াদ), শাহজাদা মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা মইনুল ইসলাম ফারুকী (মজনু), শাহজাদা মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী, শাহজাদা নুরুল হুদা ফারুকী আকিব। এছাড়াও দরবারের বিভিন্ন মন্জিলের ভক্ত ও আশেকানবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সকল আওলাদে পাকগনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দিতে গিয়ে শাহসূফী শহীদুল্লাহ্ ফারুকী বলেন, “মাওলানা আকদস শাহ চরণদ্বীপি (ক.) এর শতবছরের পুরানো রওজা শরীফ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এর সংস্কার প্রয়োজন।
তাছাড়া রওজা শরীফ সংলগ্ন জামে মসজিদের ছাদে ফাটল দেওয়ায় মসজিদের সংস্কারও জরুরি হয়ে পড়েছে। এমতাবস্থায় রওজা শরীফ ও জামে মসজিদের পুনর্নিমানের লক্ষ্যে নকশা প্রনয়নের জন্য আমরা দেশের স্বনামধন্য আর্কিটেকচারাল ফার্ম ‘প্রণয়ন’কে দ্বায়িত্ব দিই। তাদের সহযোগিতায় আমরা নতুন নকশাটি আজ উন্মোচন করতে যাচ্ছি।” এছাড়াও সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে অতি শীঘ্রই পুনর্নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply