মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার
নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার নরসিংদী ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী।
জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নরসিংদী ও অ্যাডজুট্যান্ট, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্ট ক্রীড়া নৈপুণ্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মান্যবর পুলিশ সুপার নরসিংদী মহোদয়। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।
পরবর্তীতে নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে, নরসিংদীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজমীরা পারভীন, সম্মানিত সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদী ও কো-অর্ডিনেটর, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদী, জনাব আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব সুজন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব বায়েজিদ বিন মনসুর, সহকারী পুলিশ সুপার, রায়পুর সার্কেল, নরসিংদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
Leave a Reply