মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে ২০২৪-২৫ অর্থবছরের ২০২৫-২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব প্রণোদনা কর্মসূচির আওতায় ধামরাই উপজেলার মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে।বুধবার ( ০৯ এপ্রিল) সকালে উপজেলা চত্ত্বরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক কৃষকদের মাঝে এসকল সার ও বীজ বিতরণ করেন। এসময় প্রতি কৃষক ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহিমান জানান, ভূট্টাসহ অন্যান্য রবি শস্যের কর্তনের পরই জমি খালি না রেখে স্বল্প জীবনকালের এ ধান কৃষকদের চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। ব্রিধান ৯৮ ও ব্রিধান ৪৮ এ দুটি জাতের বীজ বিতরণ করা হয়েছে। ১১০-১২ দিনের মধ্যেই এ ধান কর্তন করা সম্ভব হবে বলে জানানো হয়। সঠিক পরিচর্যা করলে বৃষ্টি নির্ভর চাষের উপযোগী এই আধুনিক ধানের বিঘা প্রতি ০৫ টন ফলন পাওয়া আশা করা যায়। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এ কর্মসূচি বাস্তবায়নে সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাবেন বলে জানান।সার বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply