ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনা জেলা। জেলার প্রতিটি উপজেলা, শহর ও গ্রামীণ জনপদে চলছে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ—সবাই যেন এক কণ্ঠে আওয়াজ তুলেছেন: “ফিলিস্তিন তুমি একা নও!”
বিশেষ করে গতকাল নেত্রকোনা জেলা শহরে অনুষ্ঠিত এক বিশাল বিক্ষোভ মিছিল দৃষ্টান্ত স্থাপন করেছে। হাজারো মানুষ অংশ নেন সেই মিছিলে। তবে সকলের নজর কাড়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য—একজন সাধারণ বাবা তাঁর দুই শিশুকে নিয়ে মিছিলে যোগ দিয়েছেন। শিশুদ্বয়ের গায়ে জড়ানো ছিল ফিলিস্তিনের পতাকা। ছোট্ট ঠোঁটে উচ্চারিত হচ্ছিল ‘আল্লাহু আকবার’ ধ্বনি। জনতা বিস্ময়ে তাকিয়ে ছিল—এই কচি কণ্ঠেই যেন প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে।
সেই বাবার চোখে ছিল গর্ব, আর প্রতিবাদের দৃঢ়তা। তিনি বলেন, “আমার সন্তানেরা আজ জানুক, কোথাও একজন মানুষ নিপীড়নের শিকার হলে, নীরব থাকা অপরাধ। আমরা ফিলিস্তিনের ভাইদের পাশে আছি, তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি।”
এদিকে আটপাড়া, মোহনগঞ্জ, পূর্বধলা, কেন্দুয়া, বারহাট্টা, কলমাকান্দা, খালিয়াজুরী—সব উপজেলায়ও পালিত হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি। মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নিচ্ছে। বিভিন্ন ইসলামিক সংগঠনের ব্যানারে “ইসরায়েলি দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও” স্লোগানে মুখরিত হচ্ছে নেত্রকোনার আকাশ-বাতাস।
বিক্ষোভে অংশ নেওয়া আরিফুজ্জামান তালুকদার নামে একজন বলেন, “নেত্রকোনার মানুষ প্রতিবাদ করতে জানে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা সবসময় জেগে উঠি। ফিলিস্তিন ইস্যুতে এই গণজোয়ার তারই প্রমাণ।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও নেত্রকোনার বাসিন্দারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রচুর পোস্ট, ভিডিও ও বক্তব্য প্রকাশ করছেন। শহরের দেয়ালজুড়ে দেখা গেছে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’ লিখিত গ্রাফিতি ও পোস্টার।
Leave a Reply