শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার ত্রিপুরা সম্প্রদায়ের হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল ২০২৫) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. শুভ্রদেব ত্রিপুরা সাইমন, জেলা বিএনপির সহ-সভাপতি হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, জেলা বিএনপির সদস্য ললিত মোহন ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ত্রিপুরা সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়ন, রাজনৈতিক অধিকার ও নেতৃত্বের প্রসারে মতামত প্রদান করেন। পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে সমর্থন জানানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে অগ্রিম শুভেচ্ছা জানান। এর সাথে আগামীতে শান্তি সম্প্রীতি উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply