নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) রোজ শনিবার ৬ ডিসেম্বর ২০২৫তারিখ আনুমানিক ৫.৩০ ঘটিকায় সিভিল সোর্স, এস আই পি ও আর আই বি সদস্যের তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নং ৬২৫৫৯ হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বের হয়। বিওপির সীমান্ত মেন পিলার ২৩০/ ৫৩ আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থান নিতপুর মাষ্টার পাড়া বাবরের আম বাগানের ভিতর হতে যার (জিআর নং- ৪৪২৬৯২ ম্যাপসিট নং ৭৮/সি/৮) অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে। আটক কৃত আসামি ১৷ বাবুল আক্তার (৩১) পিতা মোঃ মুনসুর আলী গ্রামঃনিতপুর মাষ্টার পাড়া ২। শাওন আক্তার (২৮)পিতাঃ মোঃ মুনজুর হোসেন গ্রামঃ নিতপুর বাঙ্গাল পাড়া পোস্টঃ নিতপুর উভয়ের থানাঃপোরশা জেলাঃ নওগাঁ। আটক দুই জনের নিকট হতে ২০ টি ট্যােপন্টাডল ট্যাবলেট আটক করেন যার সিজার মূল্য – (২০×১৫০= ৩০০০/= ( তিন হাজার টাকা মাত্র) আটককৃত আসামি এবং মালামাল পোরশা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
Leave a Reply