আবু রায়হান, মণিরামপুর প্রতিনিধিঃ
হোল্ড থাকা যশোর ৫ মণিরামপুর আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষনার পর হতে ব্যাস্ততা বেড়েছে প্রচারনায়! স্বস্তি মিলেছে বিএনপির রাজনৈতিক নেতা কর্মীদের জনসংযোগে। বৃহস্পতিবারের পর ৬ই ডিসেম্বর শনিবার প্রাপ্ত তথ্য মোতাবেক, একদিকে নেতাকর্মীদের ব্যাস্ততা অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন ছুটে গেছেন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা মরহুম। মোঃ তরিকুল ইসলামের কবর জিয়ারত করতে। নেতাকর্মীদের ছোট বহর আকারে যশোর কারবালায় কবর জিয়ারত শেষে সৌজন্য সাক্ষাৎ শেষে ছুটে গেলেন আরেক সদ্য প্রায়ত নেতার গ্রামের বাড়িতে।
সদ্য প্রয়াত নেতা যশোর জেলা বিএনপির সহ সভাপতি ও মণিরামপুর উপজেলা সাবেক চেয়ারম্যান মরহুম মোঃ মুছা’র কবর জিয়ারতের মুহূর্তে স্থানীয় সাধারণ মানুষের ঢল নামে।
স্মৃতী উজ্জল পেছনের বিএনপির রাজনৈতিক কার্যকলাপের ব্যাপকতার পরিসরে দীর্ঘদিন একসাথে চলা দিনগুলো কখনো ভুলবার নই বলেই নেতাকর্মীদের সামনেই শোকাহত আবেগ প্রকাশ করেন এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
প্রয়াত নেতার পারিবারিক কবরস্থান হতে কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে স্বাক্ষাত করেন। এ সময় উপজেলা বিএনপির কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের সামনেই সকল দায়িত্ব তার বলে সকলের কাছে দোয়া কামনা করেন যশোর ৫ মণিরামপুর আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
Leave a Reply